Modi

ডিজিএমওদের বৈঠকে আগে মোদীর বাসভবনে বৈঠকে রাজনাথরা

জাতীয়

ভারত পাকিস্তানের ডিজিএমওদের বৈঠকের আগে নিজের বাসভবনে রাজনাথ সিং, অজিত দোভালদের সাথে বৈঠক সাৎলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বেলা ১২টা থেকে দুই দেশের ডিজিএমওদের মধ্যে শুরু হয়েছে বৈঠক। তার আগেই প্রধানমন্ত্রীর বাসভবনে হয় এই উচ্চপর্যায়ের বৈঠক। 

রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও বৈঠকে ছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেভাল, সামরিক কর্তা অনিল চৌহান, তিন বাহিনীর প্রধান, র‌্যয়ের প্রধান রবি সিনহা এবং আইবি প্রধান তপন ডিকা।

২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর থেকে দুই দেশের মধ্যে শুরু হয় সংঘাত। সন্ত্রাসবাদী হামলার প্রত্যাঘাত হিসাবে ভারতীয় সেনা শুরু করে অপারেশন সিঁদুর। সেনার দাবি তাদের এই প্রত্যাঘাতে পাকিস্তানে আশ্রয় নেওয়া প্রায় ১০০ জন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে।

শনিবার দুই দেশের পক্ষ থেকে যুদ্ধ বিরতি ঘোষনা হওয়ার পর ফের হামলার অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। উল্লেখ্য এই যুদ্ধ বিরতির ক্ষেত্রে কৃতিত্ব দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যা নিয়ে গোটা দেশে সমালোচনা শুরু হয়েছে। শনিবার হঠাৎ করে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছে এবং তা তৎক্ষণাৎই কার্যকরও করা হয়েছে। কিন্তু এর মধ্যে অদ্ভুত বিষয় হিসাবে উদয় হয়েছে ভারতের বিদেশ সচিবের বক্তব্য এবং তার আগেই আমেরিকার রাষ্ট্রপতির ভারত-পাকিস্তানের সংষর্ঘ বিরতির ঘোষণা। বিদেশ সচিব ঘোষণায় বলেছেন, পাকিস্তানের ডাইরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন ভারতের ডিজিএমও-কে ফোন করেছেন এবং সংঘর্ষ বিরতির প্রস্তাব দেন এবং ভারত সেই প্রস্তাব গ্রহণ করেছে। অথচ, ভারতের বিদেশ সচিবের ঘোষণার অনেক আগেই আমেরিকার রাষ্ট্রপতি সংঘর্ষ বিরতি ঘোষণা করেছেন।

Comments :0

Login to leave a comment