এক্সহ্যান্ডেলে কংগ্রেসের পক্ষ থেকে পোস্ট করা ভিডিওতে রাহুল গান্ধী জানিয়েছেন, ‘‘মহারাষ্ট্রের যদি ইন্ডিয়া সরকার গঠন হয় তবে চিকলির সোয়াবিন চাষীদের যা সমস্যা তা সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।’’ তিনি আরও বলেন, বর্তমানে বিজেপি জোটের সরকার কৃষকদের সমস্যা সামধান করার জন্য কোন পদক্ষেপ নেয়নি। তবে শুধু সোয়াবিন চাষীদের সমস্যা নয় মহারাষ্ট্র জুড়ে কৃষকদের যেই সঙ্কট তা মেটানোর জন্য পদক্ষেপ নেবে ইন্ডিয়া সরকার।
এদিন রাহুলে চিকলিতে নির্বাচনী প্রচারের পাশাপাশি সেখানকার কৃষকদের সাথে দেখা করা এবং তার সমস্যার জানার কর্মসূচিও ছিল। সেই কর্মসূচি বাতিল হওয়ায় ক্ষমা চাইতে শোনা গিয়েছে লোকসভার বিরোধী দলনেতাকে।  
 
                                         
                                    
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0