Supreme Court rg kar

তদন্ত শেষ হতে সময় লাগবে জানালো সিবিআই

জাতীয় রাজ্য

তদন্ত শেষ হতে সময় লাগবে বৃহস্পতিবার আর জি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে স্পষ্ট জানিয়ে দিল সিবিআই। এদিন কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার পক্ষ থেকে জানানো হয় চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনার পাশাপাশি আর জি কর হাসপাতালের দুর্নীতির যেই তদন্ত চলছে তা শেষ করতে সময় লাগবে। এদিন আদালতে স্টেটাস রিপোর্ট জমা করেছে সিবিআই।

এদিন সুপ্রিম কোর্টের কাছে অন্তবর্তী রিপোর্ট জমা দিয়েছে ন্যাশেনাল টাস্ক ফোর্স। শীর্ষ আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সব রাজ্যের মুখ্য-সচিবের কাছে এই রিপোর্ট পাঠানোর জন্য।

উল্লেখ্য সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত রিপোর্ট এদিন জমা দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্য সেই রিপোর্ট জমা দিলেও শুনানিতে সেই নিয়ে কোন কথা বলেনি প্রধান বিচারপতির বেঞ্চ। কোন আইনে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে, তাদের বেতন কোথা থেকে দেওয়া হয় সেই সব সম্পর্কিত তথ্য রাজ্যের কাছে চেয়েছিল সুপ্রিম কোর্ট। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন