Kerala

চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন কাশির ওষুধ দেওয়া যাবে না কেরালায়

জাতীয়

চিকিৎসকের পরামর্শ ছাড়া দুই বছরের কম বয়সী শিশুদের কোন কাশির ওষুধ দেওয়া যাবে না, এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেরালার স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে।
স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, সম্প্রতি কাশির ওষুধ খাওয়ার ফলে দেশের বিভিন্ন রাজ্যে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। চিকিৎসকদের মতে দুই বছরের নীচে শিশুদের কাশি কামনোর জন্য কোন ওষুধের প্রয়োজন থাকে না। এছাড়া বিভিন্ন ওষুধ প্রস্তুতকারি সংস্থার তৈরি কাশির ওষুধের গুনগত মান নিয়েও এই ঘটনার পর প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে কেরালার স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে দুই বছরের নীচে শিশুদের চিকিৎসকের পরামর্শ ছাড়া দোকান থেকে কোন কাশির ওষুধ দেওয়া যাবে না।

Comments :0

Login to leave a comment