রাজ্যসভার অভ্যন্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং বিরোধী সাংসদদের প্রতিবাদ দমাতে তাদের ব্যবহার করা নিয়ে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে চিঠি দিলেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ‘‘রাজ্যসভার ওয়েলে নেমে বিরোধীরা যখন প্রতিবাদ জানাচ্ছিলেন সেই সময় কেন্দ্রীয় বাহিনীর যেই আচরণ তা আমাদের অবাক করেছে। বিরোধীরা সংসদের অভ্যন্তরে প্রতিবাদ জানাচ্ছিলেন। সেই সময় তাদের বাধা দেওয়া হয়।’’
কেন্দ্রীয় বাহিনীর এই আচরণের প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘কেন্দ্রীয় বাহিনীর আরচণ অত্যন্ত আপত্তিকর। আবেদন জানাবো ভবিষ্যতে বিরোধীরা যখন বিক্ষোভ দেখাবেন বা কোন বিষয় নিয়ে সংসদে প্রতিবাদ জানাবেন তখন যেন কেন্দ্রীয় বাহিনী তাদের বাধা না দেয়।’
বিরোধী দল হিসাবে বিজেপির ভূমিকার প্রসঙ্গ টেনে খাড়গে তার চিঠিতে উল্লেখ করেছেন, বিরোধী দলের সাংসদ হিসাবে একাধিক বিষয় সরকারের বিরোধীতা করে ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়ে ছিলেন অরুন জেটলি, সুষমা স্বরাজরা।
তবে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান বিরোধী দলনেতার অভিযোগ খারিজ করে দিয়েছে। তিনি জানিয়েছেন বাড়তি কেন্দ্রীয় বাহিনীর জাওয়ান সংসদে মোতায়েন করা হয়নি। নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন সেদিনও তারা ছিলেন। ডেপুটি চেয়ারম্যানের সুরেই সুর মিলিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন বিরোধী দলনেতার বক্তব্য ভুল তিনি গোটা ঘটনার ভুল ব্যাখ্যা করছেন।
Rajya Sabha
সিআইএসএফের আচরণ নিয়ে ডেপুটি চেয়ারম্যানকে চিঠি খাড়গের

×
Comments :0