Left Front procession

ভিন রাজ্যে রাজ্যের মানুষ আক্রান্ত হলে এখানে বিজেপিকে শান্তিতে থাকতে দেবো না : সেলিম (দেখুন ভিডিও)

রাজ্য

‘‘হেমন্ত বিশ্বশর্মাকে ক্ষমা চাইতে হবে, তিনি বাংলা ভাষাকে অপমান করেছেন। আর অন্য রাজ্যে আমাদের রাজ্যের মানুষ যদি আক্রান্ত হয় তাহলে এখানে বিজেপিকে শান্তিতে থাকতে দেবো না। মানুষকে ভাগ করলে হবে না। ঐক্য তৈরি করতে হবে সেই কাজ বামপন্থীরা করবে।’’ ধর্মতলায় ভিনরাজ্যে বাঙালীদের ওপর আক্রমণের প্রতিবাদে মিছিলের আগে সংক্ষিপ্ত সভা থেকে একথা বললেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।


তিনি বলেন, ‘‘সংবিধান অনুযায়ী এই দেশের নাগরিক যে কোন রাজ্যে যেতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে একাধিক রাজ্যে বাঙালীদের ওপর অত্যাচার হচ্ছে। হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থানের মতো বিজেপি শাসিত যেই যেই রাজ্য আছে সেখানে বাঙালীরা আক্রান্ত হচ্ছেন।’’
সেলিম বলেন, ‘‘আমাদের সংবিধানে দেশের বিভিন্ন ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে কোন সাহসে আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলায় কথা বললে অনুপ্রবেশকারি। এটা আরএসএসের হিন্দি, হিন্দু, হিন্দুস্তানের নীতির ফলাফল। গণতন্ত্রকে শেষ করে নয়া ফ্যাসিবাদের উত্থান হচ্ছে দেশে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইউরোপে যেমন ভাবে অন্য দেশের নাগরিকদের ওপর অত্যাচার করা হয় এই একই চিত্র দেখা যাচ্ছে এখানে। এক রাজ্যের লোক অন্য রাজ্যে গেলে আক্রান্ত হচ্ছেন। তাদের আটক করা হচ্ছে। পুশ ব্যাক করা হচ্ছে বাংলাদেশি বলে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলতে চাই সংবিধান অনুযায়ী এক রাজ্যের মানুষ আরও এক রাজ্যে যেতে পারেন। তার সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। বিজেপি দেশের বৈচিত্রকে শেষ করতে চাইছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মান্যতা দেয় না।’’ সিপিআই(এম) রাজ্য সম্পাদক বলেন, বিজেপি আরএসএস দেশের মাটিতে বর্ণ বিদ্বেষ ছড়াচ্ছে।
রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করে তিনি বলেন, ‘‘যেই রাজ্যে আমাদের পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন সেই রাজ্যের মুখ্যসচিবকে কেন চিঠি দিচ্ছে না রাজ্য সরকার। মমতা ব্যানার্জি রাস্তায় দাঁড়িয়ে এই নিয়ে রাজনীতি করছেন। বলছেন ভাষা আন্দোলন করবেন। বুঝতে হবে মমতা এবং আরএসএস এক। এরা মানুষের মধ্যে ভয় ধরাতে চাইছে। মমতা বলছে বিধানসভা নির্বাচন পর্যন্ত এই আন্দোলন চলবে। তার মানে রাজনীতির স্বার্থে গোটা বিষয়টাকে ব্যবহার করছে। এই ভয় থেকে মানুষকে মুক্ত করতে হবে। পাড়ায় পাড়ায় যেতে হবে বলতে হবে মানুষকে।’’
 

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নিয়ে সিপিআই(এম) রাজ্য সম্পাদক বলেন, ‘‘পৌরসভা পঞ্চায়েতকে শেষ করছে তৃণমূল। বামফ্রন্ট সরকার রাজ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেছিল। গ্রামের মানুষের হাতে পঞ্চায়েতের মাধ্যমে ক্ষমতা তুলে দিয়েছিল। এখন মমতা বলছে মুখ্যসচিব ঠিক করবে কোথায় কি হবে। নতুন প্রকল্প ঘোষণা করেছে তার জন্য। তৃণমূল এবং বিজেপি দুই সরকারই ক্ষমতার বিকেন্দ্রীকরণ শেষ করতে চাইছে।’’

Comments :0

Login to leave a comment