চাই স্বচ্ছ নির্ভুল ভোটার তালিকা। বাদ দেওয়া যাবে না কোন বৈধ ভোটারের নাম। এই দাবিতে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ বামপন্থী রাজনৈতিক দলগুলোর। কমিশনের সাথে দেখা করে স্মারক লিপিও জমা দেওয়া হবে। বিমান বসু বলেন, ‘মানুষকে ভয় দেখিয়ে কখনও ভোটার তালিকা নির্ভুল করা যায় না। বিজেপি এবং তৃণমূল যেই আতঙ্ক ছড়াচ্ছে তা ঠিক নয়।’ তিনি বলেন, ‘বিজেপি কমিশনকে ব্যবহার করছে আর তৃণমূল কমিশনকে আক্রমণ করছে। ওরা এসআইআর নিয়ে বাইনারি তৈরি করতে চাইছে।’ ২:৪০ নাগাদ কমিশনের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
SIR LEFT PROTEST
এসআইআর নামে আতঙ্ক ছড়ানোর বিরুদ্ধে সিইও অফিসের সামনে বিক্ষোভ বামপন্থী রাজনৈতিক দলগুলোর (দেখুন ভিডিও)
×
Comments :0