SFI RALLY

আরএসএস’র গুনগানের খসড়া, রাজ্যে ভর্তি প্রক্রিয়া নিয়ে মিছিল এসএফআই’র

রাজ্য কলকাতা

বাতিল করতে হবে ইউজিসির নতুন খসড়া। ‘লার্নিং আউটকাম বেসড কারিকুলাম ফ্রেমওয়ার্ক’ বা এলওসিএফ আরও কমাবে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধিকার। পাঠ্যক্রমে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করার উপাদান রাখার চেষ্টা হচ্ছে। বৃহস্পতিবার এই দাবিতে কলকাতায় দীনেশ মজুমদার ভবন থেকে মিছিল করেছে এসএফআই। 
এদিন মিছিলে দাবি উঠেছে যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরিচালিত সমস্ত পরীক্ষার আবেদন প্রক্রিয়া দ্রুত চালু করতে হবে। তার সঙ্গে রাজ্যের প্রতিটি কলেজে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শেষ করে পঠনপাঠন চালু করতে হবে। এদিনের মিছিলে অংশ নেন এসএফআই'র সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি, রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, রাজ্য সভাপতি প্রণয় কার্য্যী সহ নেতৃবৃন্দ। 
ইউজিসি’র নতুন খসড়ায় রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রমে ‘স্বাধীনতা আন্দোলনে বি ডি সাভারকরের ভূমিকা’ জুড়ে দেওয়া হয়েছে। যা নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। কেরালা সরকার ইউজিসি এই প্রস্তাবের পর্যালোচনা করে কড়া বিরোধিতার বার্তা দিয়েছে। এই খসড়া বাতিলের দাবিতে সরব এসএফআই।
প্রায় চার মাস হয়েছে গেলো রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল বেরিয়েছে এখনও শুরু হয়নি ক্লাস। প্রথম সেমিস্টারের ক্লাস কবে শুরু হবে। কবে সিলেবাস শেষ হবে কবে পরীক্ষা নেওয়া হবে। দেবাঞ্জনের কথায়, একটা গোটা প্রজন্মকে শেষ করে দিচ্ছে রাজ্যের সরকার। ছাত্রছাত্রীরা বাধ্য হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে বেশি টাকা দিয়ে ভর্তি হতে। অন্যদিকে অসাংবিধানিক ও অবৈজ্ঞানিক এলওসিএফ ড্রাফট বাতিলের দাবি জানায় এসএফআই। এদিনে মিছিল মৌলনীতে গিয়ে শেষ হয়। মিছিলের পর দীর্ঘক্ষণ অবরোধ করা হয় মৌলালি মোড়। এলওসিএফ ড্রাফট পুড়িয়ে প্রতীকী বিরোধিতা করে নেতৃবৃন্দ। 
আদর্শ এম সাজি বলেন, “ইউজিসির এলওসিএফ ড্রাফট বিজেপি আরএসএসের চিন্তাকে ছাত্রছাত্রীদের মধ্যে বিস্তার করার জন্য। তাদের রাজনৈতিক আদর্শ অনুযায়ী অবিজ্ঞানকে জোর করা চাপিয়ে দেওয়া হচ্ছে। সাভারকারের ইতিহাস আমাদের পড়তে হবে! কোন সাভারকার, যিনি ৭টিরও বেশি মুচলেকা দিয়ে ব্রিটিশের জেল থেকে ছাড়া পেয়েছিলেন। যে আরএসএসের কোনও ভূমিকায় নেই ভারতের স্বাধীনতা আন্দোলনে তাদের কথা কেন পড়বে ছাত্ররা। শিক্ষায় সাম্প্রদায়িকীকরণ করার চেষ্টা করছে। আমরা তা হতে দেব না। দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত হয়েছে। সমস্ত বিজ্ঞান মনস্ক ছাত্রছাত্রীদের নিয়ে এসএফআই লড়াই করবে। আমরা দেশের যে ছয় জায়গায় ইউজিসির দপ্তর রয়েছে সেখানে বিক্ষোভ দেখাবো।”

Comments :0

Login to leave a comment