সরকারি হাসপাতালে নিরাপত্তা সংক্রান্ত বিষয় ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর প্রকার স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নিজের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন তিনি।
শনিবার মুখ্যসচিবের পক্ষ থেকে হাসপাতালে নিরাপত্তা সংক্রান্ত বিষয় বৈঠক ডাকা হয়। সম্প্রতি দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ধর্ষণের ঘটনা অথবা উলুবেড়িয়া, বীরভূম বা এসএসকেএম হাসপাতালের ঘটনা ফের একবার হাসপাতালে মহিলাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। উলুবেড়িয়া এবং বীরভূমে আক্রান্ত হন চিকিৎসা কর্মীরা। এসএসকেএম হাসপাতালে রোগীর শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে এক ব্যাক্তির বিরুদ্ধে।
হাসপাতালে রোগী ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে শনিবার বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। এদিনের বৈঠকে ছিলেন স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা, ভার্চুয়ালি ছিলেন বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও সিএমওএইচ রাও। নবান্নের এই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কিছু নির্দেশও দেওয়া হয়েছে। তিনি বলেছেন, বিভিন্ন হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী এবং রোগীদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের ভিতরে এবং বাইরে নজরদারি বাড়াতে হবে। হাসপাতাল ক্যাম্পাসের নিরাপত্তা বাড়াতে হবে। হাসপাতালে পরিচয় পত্র আবশ্যিক করতে হবে। রোগীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগের ক্ষেত্রে একান্ত নজরদারি চালানোর পাশাপাশি তাদের নির্দিষ্ট পরিচয়পত্র ও পোশাক তৈরি এবং প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
গত বছর আরজি কর হাসপাতালে কর্ত্যরত চিকিৎসকের খুন ও ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় গোটা রাজ্য। প্রশ্নের মুখে পড়ে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা। সেই ঘটনার পরও রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে এই ঘটনা গুলো দেখিয়ে দিচ্ছে সরকারের সেই সব নির্দেশ কোন ভাবেই কার্যকর হয়নি।
Mamata Banarjee
হাসপাতালে নিরাপত্তা সংক্রান্ত বিষয় ষড়যন্ত্রের তত্ত্ব মুখ্যমন্ত্রীর
×
Comments :0