Mamata Banarjee

খগেনকে দেখতে শিলিগুড়ির হাসপাতালে মমতা

রাজ্য

আক্রান্ত বিজেপি সাংসদ খগেম মুর্মুকে দেখতে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য ত্রাণ নিয়ে যান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু আক্রান্ত হন। বামনডাঙায় ঢোকার মুখে তাদের ওপর হামলা চালানো হয়। রক্তাক্ত হন বিজেপি সাংসদ। আহত অবস্থায় শিলিগুড়ির হাসপাতালে রয়েছেন তিনি।
উল্লেখ্য এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের এখনও গ্রেপ্তার করা হয়নি। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কোন বিবৃতিও জারি করা হয়নি। এই বিষয় রাজ্যকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী আক্রান্ত সাংসদকে দেখতে হাসপাতালে যাচ্ছেন কিন্তু এই ঘটনা জন্য তিনি কোন দুঃখ প্রকাশ করেননি।’
এদিন বিজেপি সাংসদকে দেখে হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, বিজেপি সাংসদ অসুস্থ তাই তিনি দেখতে এসেছেন।
সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম নাগরাকাটায় বিজেপি প্রতিনিধিদলের ওপর হামলার নিন্দা করে বলেন, এই আরএসএস-মার্কা সংস্কৃতি আমদানি করা হয়েছে। বিরোধীরা আর্ত মানুষের কাছে যেতে চাইলে আটকানো হচ্ছে। মুখ্যমন্ত্রী কেবল ত্রাণ সংগ্রহের উদ্যোগকে স্বাগত জানালে হবে না। এই হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এদিন বিজেপি সাংসদকে দেখতে হাসপাতালে দেখতে যান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। ‘লোকসভার অধ্যক্ষ রাজ্য সরকারের কাছে নোটিস দিয়ে এই বিষয় রিপোর্ট তলব করেছে।’ রিপোর্ট দিতে দেরি করা হলে স্বাধিকারভঙ্গের প্রস্তাব অনুসারে সরকার পদক্ষেপ করবে।

Comments :0

Login to leave a comment