Md Salim

প্রাতিষ্ঠানিক খুন, তোলাবাজিতে আত্মঘাতী শিক্ষকের বাড়িতে পৌঁছে বললেন সেলিম

রাজ্য জেলা

আত্মঘাতী শিক্ষকের পরিবারের সঙ্গে কথা বলছেন মহম্মদ সেলিম, জামির মোল্লা

অনির্বান দে

শিক্ষক দিবস এবার ফিকে রানিনগরের উৎসব ভিলায়। এলাকায় অঙ্কের শিক্ষক হিসেবে জনপ্রিয় ছিলেন এই বাড়ির বাসিন্দা উজ্বল সিংহরায় । অন্যবার শিক্ষক দিবসের সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়তেন স্কুলের অনুষ্ঠানের জন্য। বাড়িতে আসা যাওয়া লেগে থাকত বর্তমান থেকে প্রাক্তন ছাত্রদের। সেই শিক্ষকের বাড়িই শিক্ষক দিবসে উৎসবহীন। শিক্ষক দিবসের দিন সেই বাড়িতে গিয়েই রানিনগরের আত্মঘাতী শিক্ষকের পরিবারের সঙ্গে দেখা করলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

রানিনগরের শিক্ষককের আত্মহত্যা আসলে প্রাতিষ্ঠানিক খুন। পরিবারকে আইনি সহায়তা দেবে সিপিআই(এম)। শিক্ষক দিবসের দিন,  মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূলের তোলাবাজির চাপে আত্মঘাতী শিক্ষকের পরিবারের সঙ্গে দেখা করে জানানলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।  তৃণমূলের তোলাবাজির অত্যাচারে অতিষ্ট হয়ে ২ সেপ্টেম্বর, মঙ্গলবার আত্মঘাতী হয়েছেন রানিনগর শেখ পাড়া বাবুলতলি খলিলুর রহমান বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক স্কুলের ভারপাপ্ত প্রধান শিক্ষক উজ্বল সিংহরায় । শিক্ষক দিবসের দিন ওই শিক্ষকের পরিবারের সঙ্গে দেখা করলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পরিবারের সঙ্গে সাক্ষাতের পর মহম্মদ সেলিম বলেছেন, “এই শিক্ষক অপবাদ মাথা পেতে নিতে পারেননি। তাঁর নিজের সন্তান এই স্কুলে পড়ে। বোঝা যায়, স্কুল তিনি ভালো করে চালাতে চাইতেন। রাজ্যে  স্কুলের ব্যবস্থা দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। শিক্ষামন্ত্রী জেলে আছেন। অপরাধীরা আত্মহত্যা করছে না। মমতা ব্যানার্জি, আমরা চোর বলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই শিক্ষককে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। এটা প্রাতিষ্ঠানিক খুন। যে সিস্টেম মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা ব্যবস্থায় গড়ে তুলেছেন এটা তারই অংশ। আমরা পরিবারের সঙ্গে আছি। পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে”।



শনিবার রানিনগরের মালিপারা গ্রামে ওই শিক্ষকের বাড়ি যান মহম্মদ সেলিম। সঙ্গে ছিলেন সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা সহ নেতৃবৃন্দ। উজ্বল সিংহরায়ের স্ত্রী পলি সিংহরায় মহম্মদ সেলিমের সামনে তুলে ধরেছেন তৃণমূলের অত্যাচারের আখ্যান। কী ভাবে ৩৫ লক্ষ টাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল। কী ভাবে চোর বদনাম দেওয়ার চেষ্টা হচ্ছিল। বিধায়ক আব্দুর রাজ্জাকের কাছে সমাধান চাইতে গিয়েছিল পরিবার। এতে ৩৫ লক্ষের চাপ হয়ে গিয়েছিল ৫০ লক্ষের। সেসব মহম্মদ সেলিমকে বলেছেন তিনি। চেয়েছেন সুবিচার।

এই ঘটনায় রানিনগর থানায় দায়ের হয়েছে এফআইআর। পুলিশ গ্রেফতার করেছে মুর্শিদাবাদের রানিনগরে শিক্ষকের আত্মহত্যার ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা, রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সদস্য আইনাল হককে । ধৃতের বিরুদ্ধে রয়েছে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৮ ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছিল ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। মৃত শিক্ষকের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতা সহ ৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।  তবে বাকিরা এখনও অধরা। পুলিশ হেফাজতে রয়েছেন আইনাল হক। তবে পুলিশের তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছেন মৃত শিক্ষকের স্ত্রী।

মহম্মদ সেলিম বলেছেন, “ এই ঘটনার কথা দেশের মানুষের জানা উচিৎ। স্কুল স্তরে নেতারা গন্ডগোল করেছে। বিধায়ককে জানানো হয়েছে। বিধায়ক রেট বাড়িয়ে দিয়েছেন। বলেছেন বেশি টাকা লাগবে। এটা হরদম হচ্ছে।  আরও উপরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায়ের কাছে গেলে এই টাকা কোটি ছুঁয়ে যেতো। এইভাবে তৃণমূল তোলাবাজির সাম্রাজ্য করেছে”।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন