Minakhi Mukherjee

স্বচ্ছতার সাথে করতে হবে এসআইআরের কাজ, রাজ্য বাঁচাতে বাংলা বাঁচাও যাত্রা : মীনাক্ষী

রাজ্য

‘২৯ নভেম্বর কোচবিহার থেকে শুরু হবে বাংলা বাঁচাও বাংলা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। বর্তমান সময় দাঁড়িয়ে রাজ্যে যেই পরিস্থিতি চলছে তার বিরুদ্ধে এই যাত্রা। শিক্ষা, স্বাস্থ্যের অবস্থা সব থেকে খারাপ। স্কুল কলেজে ছেলে মেয়ে নেই। শিক্ষক শিক্ষিকা নেই। হাসপাতাল গুলোয় চিকিৎসা পরিকাঠামো নেই। যুব সমাজকে বেপথে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূল। রাজ্য জুড়ে পাচার বাড়ছে। এই সবের বিরুদ্ধে এই যাত্রা।’ কোচবিহারে সাংবাদিক সম্মেলনে বললেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি।  
২৯ নভেম্বর কোচবিহার থেকে যাত্রা শুরু হবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, দুই দিনাজপুর, মালদহ, মূর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, হুগলী ঘুরে শেষ হবে উত্তর ২৪ পরগনার কামারহাটিতে। মীনাক্ষী জানিয়েছেন মূল যাত্রার পাশাপাশি রাজ্য জুড়ে এলাকার দাবি নিয়ে বিভিন্ন মিছিল জেলায় জেলায় হবে।
উল্লেখ্য এসআইআর চলাকালিন একাধিক শাসক দলের বিরুদ্ধে মৃতদের নাম তালিকায় রেখে দেওয়ার অভিযোগ সামনে আসছে। তাদের ফর্ম তোলা হচ্ছে বলেও অভিযোগ সামনে এসেছে। মীনাক্ষী মুখার্জি এদিন বলেন, ‘মৃতদের নাম বাদ দিতে বাধা দিচ্ছে তৃণমূল। আমাদের দাবি স্বচ্ছ ভাবে এসআইআরের কাজ করতে হবে। মানুষের মধ্যে কোন আতঙ্ক তৈরি করা যাবে না। রাজ্য জুড়ে আমাদের ভোটার অধিকার সহায়তা কেন্দ্র চলছে। বহু মানুষ আসছেন, তাদের সেখানে সাহায্য করা হচ্ছে।’
তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এসআইআরের কাজ চলছে। ভোটার তালিকা সংশোধনের পাশাপাশি কি ভাবে সিএএ ক্যাম্প চলতে পারে? পুলিশ প্রশাসন, কমিশন সব দেখেও চুপ করে বসে আছে। কমিশনের কাজ ত্রুটিহীন তালিকা তৈরি করা নাগরিকত্ব যাচাই করা তাদের কাজ নয়। আমাদের পার্টির পক্ষ থেকে বার বার বিভিন্ন জায়গায় বুথ ভিত্তিক মৃত এবং ভুয়ো ভোটারের নাম জমা দিয়েছি কোন কাজ হয়নি। সারা বছর ধরে ভোটার তালিকার কাজ করার কথা, কিন্তু কিছু হয় না।’
এদিন মীনাক্ষী বলেন, ‘কোচবিহারের ক্ষেত্রে সন্ত্রাসের পরিবেশ দেখা যাচ্ছে। তৃণমূল বিজেপির মদতে সন্ত্রাস বাড়ছে, বিভাজনের রাজনীতি দেখা দিচ্ছে। এর প্রভাব কোচবিহারের বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে।’
তিনি অভিযোগ করেন, এসআইআরের কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় বিএলও এবং বিএলএদের ওপর আক্রমণ হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে সিপিআই(এম)’এর বিএলওদের। বিএলওদের ওপর চাপ বাড়ানো হচ্ছে, তৃণমূল বিজেপি চাপ সৃষ্টি করছে। রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশনকে এর বিরুদ্ধে নির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। বৈধ ভোটারদের নাম যাতে ভোটার তালিকায় থাকে সেই দিকে নজর রাকছে সিপিআই(এম)। মীনাক্ষী বলেন, ‘কোন বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেবো না।’
তিনি বলেন, কোচবিহারের জনবিন্নাস নিয়েও মানুষের দাবি লড়াইকে মর্যাদা দিয়ে এই বাংলা বাঁচাও যাত্রা। কোচবিহারের জন্য কোন উন্নয়ন করা হয়নি এই সরকারের আসলে। রাজনৈতিক কারণে এই জেলার মানুষদের ব্যবহার করা হয়েছে।

Comments :0

Login to leave a comment