সরদার পটেলের ১৫০ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান থেকে কংগ্রসকে লাগাতার নিশানা করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন গুজরাটের একতা নগরের সরকারি অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরকে ভারতের সাথে যুক্ত করতে চেয়েছিলেন সরদার পটেল। কিন্তু তাতে বাধা দেন নেহেরু। তিনি বলেন, ‘অন্যান্য দেশীয় রাজ্য গুলোর মতো কাশ্মীরকেও ভারতের সাথে যুক্ত করতে চেয়েছিলেন সরদার পটেল। সেই সময় জহরলাল নেহেরু সেই কাজে বাধা দেয়। কাশ্মীরকে আলাদা সংবিধান এবং পতাকা দিয়েছিল কংগ্রেস। সেই সময় কংগ্রেস যেই ভুল করেছিল তার মাসুল দেশকে অনেকদিন ভুগতে হয়েছে।’
এদিন প্রধানমন্ত্রী দাবি করেছেন কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর সেখানে সন্ত্রাসবাদ এবং অনুপ্রবেশের সমস্যা দুর হয়েছে। কিন্তু কাশ্মীরের মানুষের যেই সাধারণ সমস্যা সেই নিয়ে কোন কথা বলেননি প্রধানমন্ত্রী। প্রশ্ন থাকছে অনুপ্রবেশ বন্ধ হলে কি ভাবে এখনও কাশ্মীরে বিভিন্ন সময় সন্ত্রাসবাদী হামলার ঘটনার খবর সামনে আসে। পহেলগামে সন্ত্রাসবাদী হামলা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের ব্যার্থতা। 
একদিকে সরদার পটেলের জন্মবার্ষিকী মঞ্চ থেকে যখন কংগ্রেসকে নিশানা করছেন মোদী তখন পাল্টা আরএসএস নিয়ে সরদার পটেলের বিভিন্ন চিঠি নিয়ে সরব হয়েছে কংগ্রেস। খাড়গে বলেন, সর্দার প্যাটেল দেশের স্বার্থে এবং ধর্মনিরপেক্ষতার স্বার্থে আরএসএস নিষিদ্ধ করেছিলেন। আজ, তারাই নিজেদের পছন্দমতো ইতিহাস পুনর্লিখন করছে।
Modi
পটেলের জন্মদিনের মোদীর নিশানায় কংগ্রেস, পাল্টা কংগ্রেসের নিশানায় আরএসএস
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0