Modi Bihar

বিহারের প্রচারে মোদীর মুখে শুধুই ছট, নেই কোন প্রতিশ্রুতি

জাতীয়

কর্মসংস্থান বা উন্নয়ন নয় বিহারের নির্বাচনী প্রচারে মোদীর হাতিয়ার ছট। এদিন বিহারের মুজফফরপুরে নির্বাচনী সভায় রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে আক্রমণ করে নরেন্দ্র মোদী বলেন, ‘যারা ছোট থেকে স্বাচ্ছন্দে বড় হয়েছে তারা কখনও একজন গরীব পরিবারের সন্তান একজন চা ওয়ালাকে দেশের শীর্ষ পদে বসতে দেখতে পারে না। সাধারণ মানুষকে ছোট না করলে তাদের দিনের খাবার হজম হয় না।’
এদিন মুজফফরপুরের সভা থেকে বিরোধীদের আক্রমণ করলেও প্রধানমন্ত্রীর মুখে শোনা যায়নি কোন প্রতিশ্রুতি। বিহারের জন্য ফের ক্ষমতায় এলে এনডিএ কী করবে সেই বিষয় কোন কথা শোনা যায়নি প্রধানমন্ত্রীর মুখে। তবে এদিন প্রধানমন্ত্রী বক্তব্যে ছিল রাজনীতি। বিহার বিধানসভা সামনে তাই এবার দিল্লিতে ছট পুজো করেন প্রধানমন্ত্রী। এই নিয়ে তাকে কটাক্ষ করেন কংগ্রেস এবং আরজেডি। সেই প্রসঙ্গ টেনে এদিন প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি এবং ভোটের স্বার্থে কংগ্রেস এবং আরজেডি ছট পুজোকে অপমান করেছে। ধর্মীয় উপাচারকে হাতিয়ার করে তিনি বলেন, ‘যারা ছটকে অপমান করে তাদের বিহারে ভোট পাওয়ার কোন অধিকার আছে?’
বিহারের নির্বাচনে মহাগাটবান্ধনের কড়া চ্যালেজ্ঞের মুখে পড়েছে এনডিএ। এসআইআর, বেকারত্ব সহ একাধিক বিষয় নিয়ে বিহারে চাপে রয়েছে এনডিএ। এই পরিস্থিতিতে এই জোটকে তেল আর জলের সাথে তুলনা করেছেন প্রধানমন্ত্রী। তার কথায় কংগ্রেস, আরজেডি এবং বামপন্থীরা কখনও এক হতে পারে না। উল্লেখ্য ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে নীতিশ কুমারকে ভাঙিয়ে জোট সরকার ফেলে দিয়েছিল বিজেপি। বিহারে বিরোধী জোটের কাছে এর আগেও ধাক্কা খেয়েছে বিজেপি। 
গতকাল বিহারের জনসভায় রাহুল বলেছেন, ‘‘মিথ্যার রাজনীতি করছেন প্রধানমন্ত্রী। ভোটের জন্য নকল যমুনা তৈরি করেছেন। ছটের দিন যমুনায় স্নান করার কথা বললেন। যমুনার ধার ঘেঁষে পাইপলাইনের জল দিয়ে জলাশয় তৈরি হলো। ভোটের জন্য সবকিছু করতে পারেন নরেন্দ্র মোদী। মঞ্চে উঠে নাচতেও পারেন।’’ 
রাহুল বলেন, ‘‘নীতীশ কুমার আসলে মুখ। তাঁকে নিয়ন্ত্রণ করা হয় দিল্লি থেকে।’’
‘মহাগঠবন্ধন’ মুখ্যমন্ত্রী পদের মুখ হিসেবে তেজস্বীর নাম ঘোষণাই করেছে। কিন্তু বিজেপি জোট এনডিএ নীতীশকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে ঘোষণা করতে নারাজ।

Comments :0

Login to leave a comment