Mohun Bagan CFL

পাঠচক্রকে হারালেও শেষ ছয় নিশ্চিত নয় বাগানের

খেলা

কলকাতা লিগের ম্যাচে পাঠচক্রকে ৫-২ গোলে হারালো মোহনবাগান। শেষ ম্যাচে কাস্টমসের কাছে পরাজিত হতে হয়েছিল সবুজ মেরুনকে। এদিন বাগানের হয়ে হ্যাট্রিক করেন করণ রাই। কলকাতা লিগের গ্রুপ পর্বে এটাই ছিল মোহনবাগানের শেষ ম্যাচ। এদিনের জয়ের পরেও তারা সুপার সিক্সে যে যাবে এমন কোন নিশ্চয়তা নেই। 
১৩ আগস্ট মেসারার্স ক্লাবের বিরুদ্ধে দল নামায়নি মোহনবাগান। কল্যাণী স্টেডিয়ামে সেই খেলা বাতিলও করেনি আইএফএ। সেই ম্যাচ সংক্রান্ত কোন সিদ্ধান্তও এখনও আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়নি।
বর্তমানে ১০ ম্যাচ খেলে মোহনবাগানের পয়েন্ট ১৭। পাঁচে রয়েছে তারা। অপর দিকে সুরুচি সংঘ এবং কাস্টমসের মতো দুই দলের পয়েন্ট ১৯। এই দুই দলেরই এখন একটি করে ম্যাচ খেলা বাকি আছে। কোন একজন যদি তাদের শেষ ম্যাচে জয় পায় তাহলে শেষ ছয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে মোহনবাগানের।

Comments :0

Login to leave a comment