Taki Road Accident

টাকি রোডে বাইক ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে মৃত ২

জেলা

মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় অপর যুবক হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সকালে বসিরহাট পুলিশ জেলার মাটিয়া থানা এলাকার ঘটনা। বিপুল টাকা খরচ সেভ ড্রাইভ সেফ লাইড কী সোনার পাথর বাটি? উঠছে প্রশ্ন। বাইক চালিয়ে বাজার করতে গিয়েছিলেন তিন যুবক। বাজার করে আর বাড়ি ফেরা হলো না তাদের। মৃত দুই যুবকের নাম ভক্তিপদ মণ্ডল(৩৫) ও বিশ্বজিৎ দাস(৩০)। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তিনজনের বাড়ি হাড়োয়া এলাকায়। এদিন সকালে তিনজন বাইক নিয়ে বাজার করতে বেরিয়েছিলেন। বাজার করে টাকি রোডের উপর দিয়ে ফিরছিলেন তাঁরা। মাটিয়া থানার নেহালপুরের কাছে ১০ চাকার একটি ট্রাক বাইকের মুখোমুখি চলে আসে। গতি বেশি থাকার কারণে সংঘর্ষ আর এড়ানো যায়নি। সংঘর্ষে ছিটকে যান বাইকের তিন আরোহী। স্থানীয়রা ছুটে গিয়ে তিনজনকে উদ্ধার করে প্রথমে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা জানিয়ে দেন, দু’জন আগেই মারা গিয়েছেন। তৃতীয়জনের শারীরিক অবস্থা আশঙ্কআজনক বলে জানানো হয়। সেখান থেকে তাঁকে কলকাতার আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment