নীতিশ কুমারের নেতৃত্বে বিহারে জয়ী হবে এনডিএ। বৃহস্পতিবার মহাগাটবন্ধনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মুখ হিসাবে তেজস্বী যাদবের নাম ঘোষণার পর শুক্রবার একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘গোটা বিহার বলছে ফের একবার এনডিএ সরকার, ফের একবার সুশাসন সরকার।’
বৃহস্পতিবার মহাগাটবন্ধন নেতৃত্বের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে তেজস্বীর নাম ঘোষণা করা হয়েছে। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গেহলট তার নাম ঘোষণা করেন।
গেহলট বলেন, ‘মহাগাটবন্ধ একজন কম বয়সী এবং তাজা নেতাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বেছে নিয়েছে।’ তিনি জানিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন বিকাশশীল ইনসান পার্টির নেতা মুকেশ সাহানি। বিজেপিকে নিশানা করে কংগ্রেস নেতা বলেন, ‘অমিত শাহকে প্রশ্ন করতে চাই আমরা আমাদের জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছি এবার তারা জানাক তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন।’ উল্লেখ্য অমিত শাহ একটি সাক্ষাৎকারে জানিয়েছেন বিহারে এনডিএ নীতিশের নেতৃত্বেই লড়বে। কিন্তু তিনিই যে মুখ্যমন্ত্রী মুখ তা স্পষ্ট করেননি।
গতকাল নীতিশকে কটাক্ষ করে তেজস্বী বলেন, ‘নীতিশ কুমারের নাম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা না করে অমিত শাহ পরিষ্কার করে দিয়েছেন যে এটাই নীতিশ কুমারের শেষ নির্বাচন।’
উল্লেখ্য নীতিশের নেতৃত্বে লড়াইয়ের কথা মোদী শাহ বার বার বলছেন কিন্তু জয়ী হলে তিনিই যে মুখ্যমন্ত্রী হবেন সেই কথা একবারও বলছেন না। তবে অতীতে মুখ্যমন্ত্রীত্ব নিয়ে বিজেপির সাথে ঝামেলা হওয়ায় আরজেডি এবং কংগ্রেসের হাত ধরে ছিলেন নীতিশ কুমার। গত বিধানসভা নির্বাচনের পরও আরজেডি, কংগ্রেস এবং বামপন্থীদের সমর্থন নিয়ে সরকার গঠন করেন। লোকসভা নির্বাচনের আগে আগে সেই জোট ভেঙে এনডিএ শিবিরে যোগ দেন তিনি।
তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন এবার নীতিশকে নাও চটাতে পারে বিজেপি। কারণ লোকসভা নির্বাচনে তারা বড় ধাক্কা খেয়েছে। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডুর দলের সমর্থন নিয়ে কোন মতে সরকার গঠন করতে পেরেছে বিজেপি। সেই ক্ষেত্রে নীতিশ যদি জোট ভাঙে তাহলে কেন্দ্রে চাপে পড়বে বিজেপি।
Bihar
বিহারে এনডিএ’র নেতা নীতিশ : মোদী
×
Comments :0