দ্বীপাবলীর পর ঠিকানা বদল হতে পারে প্রধানমন্ত্রীর সচিবালয়। সূত্রের খবর সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় সাউথ ব্লক থেকে সড়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর। বায়ু ভবনের পাশে সেবা তীর্থ ১’এ সড়ছে প্রধানমন্ত্রীর দপ্তর। ‘সেন্ট্রাল ভিস্টা’ মোদী সরকারের ‘স্বপ্নের প্রকল্প’। ৬৪ হাজার ৫০০ স্কোয়ার ফুট এলাকা নিয়ে তৈরি হচ্ছে নতুন সংসদ ভবন। সরকারের কোষাগার থেকে খরচ হচ্ছে প্রায় ৯০০ কোটি টাকা।
পরিবেশ বিধি ভাঙার অভিযোগও জড়িয়ে গোটা প্রকল্পে। সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন বলা হয় যে এই কাজের জন্য শ’য়ে শ’য়ে গাছ কেটে ফাঁকা করা হয়েছে। সুপ্রিম কোর্ট এই সংসদ ভবন নির্মানের কাজ বন্ধ করেনি। ২০২০ সালের ৬ ডিসেম্বর তৎকালিন সলিসিটার জেনারেল তুষার মেহতা আদালতে জানিয়ে ছিলেন যে, সরকার বৃক্ষ রোপনের কাজ শুরু করবে। কিন্তু হলো কতদূর, কোনও তথ্য দেয়নি সরকার।
সরকারের বক্তব্য কী?
বলা হচ্ছে, লোকসভায় বর্তমান সাংসদ সংখ্যা ৫৪৩। কিন্তু সেই সংখ্যা বাড়বে। জনসংখ্যা বৃদ্ধির ভিত্তিতে ২০২৬ সালে লোকসভার সদস্য সংখ্যা বেড়ে হবে ৮৪৮ এবং রাজ্যসভার ৩৮৪। আর এই সাংসদ সংখ্যা বাড়ার জন্য নাকি তৈরি হচ্ছে নতুন সংসদ ভবন। বর্তমানে ভারত জনসংখ্যার দিক থেকে চীনকে পিছনে ফেলে প্রথম স্থান দখল করেছে। জন সংখ্যা বাড়ছে। বেকারত্ব বাড়ছে। পরিবেশের ওপর চাপ বাড়ছে। বিশ্বের প্রতিটা দেশ যখন জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে তখন ভারত কেন নিচ্ছে না। চীন অর্থনীতি ঠিক রাখতে বাধ্য হয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণের পথে হাঁটার জন্য। উল্লেখ্য সাংসদ সংখ্যা যত বাড়বে তত চাপ বাড়বে কোষাগারের ওপর।
PMO
সাউথ ব্লক থেকে সড়ছে প্রধানমন্ত্রীর সচিবালয়

×
Comments :0