দল জন সূর্য পার্টির নির্বাচনে প্রতিদ্বন্দিতা করলেও তিনি প্রার্থী হবেন না বলে জানালেন প্রশান্ত কিশোর। সংবাদ সংস্থা পিটিআইকে কিশোর জানিয়েছেন, নির্বাচনে তিনি লড়বেন না, সংগঠন এবং নির্বাচনের বিভিন্ন দলীয় দায়িত্ব পালন করবেন।
প্রথম দিকে প্রশান্ত কিশোর জানিয়ে ছিলেন রাগহোপুর এবং কার্গাহার এই কেন্দ্রের যে কোন একটি আসন থেকে তিনি লড়তে পারেন। গতকাল জন সূর্য পার্টির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেখানে এই দুই আসনের একটিতেও নাম ছিল প্রশান্ত কিশোরের। সেখান থেকেই বোঝা যায় নির্বাচনে লড়বেন না প্রশান্ত কিশোর।
পিটিআইকে কিশোর জানিয়েছেন দলের পক্ষ থেকে তার ভোটে না লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দলের ভালো ফলাফলে বিষয় তিনি আশাবাদী। তার কথায় তার দল বিহার বিধানসভা নির্বাচনে ভালো ফলাফল করবে। তিনি বলেছেন, ‘১৫০’র কম আসনে যদি দল জয়ো হয় তবে তা দলের কাছে হার।’
প্রশান্ত কিশোর দাবি করেছেন ২৫টি আসনের গন্ডি টপকাতে পারবে না নীতিশের জেডিইউ, এনডিএ’র হার হবে বলেও জানিয়েছেন প্রশান্ত কিশোর।
Bihar
নির্বাচনে প্রার্থী হবেন না প্রশান্ত কিশোর

×
Comments :0