India Russia

ডিসেম্বর ভারত সফরে আসতে পারেন পুতিন

জাতীয় আন্তর্জাতিক

চলতি বছর ডিসেম্বর মাসে ভারতে আসতে পারেন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন। রাশিয়ার কুটনীতিবিদ ক্রেমলিনের পক্ষ থেকে শুক্রবার পুতিনের ভারত সফর সম্পর্কে জানানো হয়েছে। সূত্রের খবর সোমবার সাঙ্ঘাই কর্পোরেশনের অধিবেশন চলাকালিন মোদির সাথে বৈঠক হতে পারে পুতিনের।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের ঋণ সংঘাত পর্বে পুতিনের ভারত সফর বিশেষ তাৎপর্যপূর্ন বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। 
ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে ভারতকে পরোক্ষ নিষেধাজ্ঞার আওতায় এনেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার এই মন্তব্য করেছেন হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিত।
হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন আমেরিকার রাষ্ট্রপতির ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষে করার জন্য ভারতের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা সহ বহু যথাযথ পদক্ষেপ নিচ্ছেন।
উল্লেখ্য, ভারতের ওপর প্রথমে ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপায় আমেরিকা। পরে আরো ২৫ শতাংশ জরিমানা চাপানো হয়। এই জরিমানার কারণ হিসেবে রাশিয়ার থেকে তেল কেনাকে দেখানো হয়। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আগেই চাপিয়েছে আমেরিকা। সে দেশের সঙ্গে লেনদেনের কারণে পরোক্ষ নিষেধাজ্ঞার আওতায় আনা হয় ভারতকে।
ভারত জানায় যে আন্তর্জাতিক বাজারে রাশিয়ার তেলের দাম কম ছিল বলে আমদানি করা হয়েছে। কিন্তু আমেরিকার কড়া সমালোচনা থেকে বিরত থেকে নরেন্দ্র মোদী সরকার।

Comments :0

Login to leave a comment