MD SALIM

স্বাধীনতা দিবসে শপথ নিতে হবে দেশ বাঁচানোর : সেলিম

জাতীয় রাজ্য

‘স্বাধীনতা দিবসে শপথ নিতে হবে সংবিধানকে রক্ষা করার। লড়াই গণতন্ত্রকে রক্ষা করার। বাঁচাতে হবে দেশের ধর্ম নিরপেক্ষতা।’ বৃহস্পতিবার মুজফফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলনে একথা বললেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন সেলিম বলেন, ‘‘স্বাধীনতার এতে বছর পর স্বাধীনতা চ্যালেঞ্জের মুখে। আমাদের দেশের সরকার আমেরিকার কাছে মাথা নত করেছে। দেশের বিদেশ নীতি, বাণিজ্য নীতি, কৃষি স্বার্থ সব কিছুকে শেষ করা হচ্ছে। শুল্ক লাগানো হচ্ছে। আমাদের দেশের সরকার এখন নতুন রাস্তার কথা বলছে, আসলে মোদি সরকার ঠেকে শিখেছে।’’


তিনি বলেন, ‘‘উদারীকরণের নাম করে রপ্তানি নির্ভর বাণিজ্য চাপিয়ে দেওয়া হয়েছে। চীন ভারতের পর স্বাধীন হয়েছে নিজেদের পায়ে দাঁড়িয়েছে তাই চীন আমেরিকার শুল্ক হুমকিকে উপেক্ষা করছে। কিন্তু ভারত সরকার সেই সাহস দেখাতে পারেনি।’’
সিপিআই(এম) রাজ্য সম্পাদক বলেন, ‘‘দেশের সংকট নিয়ে সংসদে আলোচনা হচ্ছে না। নির্বাচন কমিশনের ভূমিকা আজ প্রশ্নের মুখে। এই রাজ্যে ভোট লুঠের ইতিহাস আমরা দেখেছি। লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভা নির্বাচনে ভোট লুঠ হয়েছে। আজ গোটা দেশে কমিশনের ভূমিকা প্রশ্নের মুখে। এই রাজ্যের কমিশনের বিরুদ্ধে আমরা অনেক প্রতিবাদ করেছি। ভোট লুঠ করে গণতন্ত্রকে শেষ করা হচ্ছে, গণতন্ত্রকে সংকুচিত করা হচ্ছে।’’
সেলিম বলেন, ‘‘ধর্ম নিরপেক্ষ নীতি আজ আক্রান্ত। যুক্ত রাষ্ট্রীয় কাঠামো আক্রান্ত। সংবিধান বলেছে ভারত একটি যুক্তরাষ্ট্র, আজ বর্ণ বৈষম্যের কথা বলে মানুষকে ভাগ করা হচ্ছে। উত্তর প্রদেশের নয়ডাতে বাংলা ভাষায় কথা বলার জন্য হোটেলের বুকিং বাতিল করা হয়েছে। আজ হিন্দি বলয়ে বিজেপি আরএসএস বাংলা ভাষী মানুষকে আলাদা করছে। স্বাধীনতার প্রাক্কালে যেই জাতি সব থেকে বেশি আত্মবলিদান দিয়েছে আজ তাদের কোন ঠাসা করা হচ্ছে। আমাদের ভোট চুরি, বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে শপথ নিতে হবে। নয়া ফ্যাসিবাদী কায়দায় যেই অত্যাচার চলছে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।’’

Comments :0

Login to leave a comment