আগামী ২৭ থেকে ৩০ জুন কেরালার কোঝিকোড়ে হবে এসএফআইয়ের ১৮ তম সর্বভারতীয় সম্মেলন। এদিন লোগো প্রকাশ অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন সর্বভারতীয় ছাত্র নেতা, সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য নীলৎপল বসু, অরুণ কুমার, এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস, সর্বভারতীয় নেত্রী দীপ্সিতা ধর, ঐশী ঘোষ সহ অন্যান্যরা।
SFI
এসএফআইয়ের সর্বভারতীয় সম্মেলনের লোগো প্রকাশ

×
মন্তব্যসমূহ :0