সারদা কেলেঙ্কারির তিনটি মামলায় বেকসুর খালাস পেলেন সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন এবং দেবযানী মুখার্জি। ২০১৩ সালে হেয়ার স্ট্রিট থানায় তিনটি মামলা দায়ের হয়েছিল তাদের বিরুদ্ধে। তিনটি মামলা মিলিয়ে প্রায় ১০-১৫ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল। মঙ্গলবার ওই তিন মামলায় সুদীপ্ত এবং দেবযানীকে বেকসুর খালাস করে দেয় ব্যাঙ্কশাল আদালত।
অভিযুক্তদের আইনজীবীর দাবি যারা প্রতারিত হয়েছেন বলে অভিযোগ তুলেছিলেন, তারা প্রতারণা এবং বিশ্বাসভঙ্গ প্রমাণ করতে পারেননি।
০১৩ সালে সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পরে দেবযানীকে নিয়ে কাশ্মীরের সোনমার্গে গা ঢাকা দিয়েছিলেন সংস্থার কর্ণধার সুদীপ্ত। ওই বছরই কাশ্মীর থেকে গ্রেপ্তার হয় দুজন। সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত করছে সিবিআই। একাধিক তৃণমূল নেতা মন্ত্রী এই দুর্নীতির সাথে যুক্ত থাকার কারণে গ্রেপ্তার হন। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার ব্যার্থতায় তারা জামিন পেয়েছেন। দশ বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত কোন অভিযোগ প্রমান করতে পারেনি সিবিআই।
Saradha Scam
সারদার তিনটি মামলায় বেকসুর খালাস সুদীপ্ত, দেবযানী

×
Comments :0