Delhi Quake

দিল্লিতে ফের কম্পন

জেলা

হরিয়ানার ঝজ্জরে ভূমিকম্পের রেশ পড়ল দিল্লিতে। পরপর দু’দিন কম্পন টের পেলেন দিল্লিবাসী। 
ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি ৩.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে শুক্রবার। ঝজ্জরে কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ঝজ্জর দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে।

Comments :0

Login to leave a comment