চীনের চাপের কাছে মাথা নত করলো মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে বসেছিলেন ট্রাম্প এবং জিনপিং। প্রায় দু’ঘণ্টা বৈঠক চলে। সেই বৈঠকের পর ট্রাম্প জানান চীনের ওপর যেই অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছিল তা প্রত্যাহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি জানান, চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক খুব ভাল হয়েছে। বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিনের উপর ধার্য শুল্কের পরিমাণ ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হবে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি।
আমেরিকা এবং চীনের মধ্যে সংঘাত তৈরি হয় বিরল খনিজ পদার্থ নিয়ে। সম্প্রতি, বিরল খনিজ রফতানির উপর বিধিনিষেধ আরোপ করেছিল চীন। সেই বিধিনিষেধের কারণে দু’দেশের মধ্যে তৈরি হয় সংঘাত। চীনের ওপর অতিরিক্র শুল্ক চাপায় মার্কিন যুক্তরাষ্ট্র। পাল্টা শুল্ক চাপায় চীন। চাপের মুখে পিছিয়ে আসে মার্কিন যুক্তরাষ্ট্র।
এদিন মার্কিন রাষ্ট্রপতি দাবি করেছেন, বিরল খনিজ সমস্যার সমাধান হয়েছে। আমেরিকায় বিরল খনিজ রফতানির ক্ষেত্রে আর বাধা থাকবে না বলে তিনি জানিয়েছেন। মার্কিন প্রশাসন সূত্রে খবর একবছর চুক্তি বৃদ্ধি করা হয়েছে। যার ফলে আরও এক বছর বিরল খনিজ রফতানি করতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র।
USA China
চাপের কাছে মাথা নত করে চীনের ওপর শুল্ক কমালো মার্কিন যুক্তরাষ্ট্র
×
Comments :0