Accident In Darjeeling

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি, পাহাড়ে মৃত দুই

জেলা

পাহাড়ে মর্মান্তিক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়লো যাত্রী বোঝাই চারচাকার গাড়ি। শনিবার ভোরে কার্শিয়াঙ মহকুমার পাঙ্খাবাড়ির তিনঘুমটি এলাকার ঘটনা। ঘটনায় আরও তিনজন যুবক আহত হয়েছেন। 
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা হলেন সুমিত সিংহ ও রাজেশ পাশোয়ান। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের ফুটানি মোড় এলাকার বাসিন্দাস সুমিত। রাজেশের বাড়ি কোটিয়াজোত এলাকায়। দুর্ঘটনায় আহতরা হলেন রথখোলা এলাকার বাসিন্দা রাজ দাস ও তারক বিশ্বাস এবং কোটিয়া জোতের বাসিন্দা করন ঠাকুর। জানা গেছে, শুক্রবার মধ্য রাতে গাড়িতে করে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন পাঁচজন। শনিবার ভোরে বাড়ি ফেরার সময় ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে তাদের গাড়িটি। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পাহাড়ি পথে বাঁক নিতে গিয়ে আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে প্রায় ৪০০ - ৫০০মিটার নীচে গড়িয়ে পড়ে। সেই সময় ঘটনাস্থলে থাকা স্থানীয়দের নজরে আসতেই তাঁরা দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কার্শিয়াঙ ও গাড়িধূরা থানার পুলিশ। পৌঁছে যায় দমকলের ইঞ্জিন। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও দমকল কর্মীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমিত ও রাজেশের। গুরুতর জখম আশঙ্কাজনক অবস্থায় বাকি তিনজনকে উদ্ধার করে দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 
দুর্ঘটনা প্রসঙ্গে কার্শিয়াঙের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় বলেন, সকাল একটি দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। তিনজনকে আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহত ও নিহতরা প্রত্যেকেই নকশালবাড়ির বাসিন্দা। দুর্ঘটনা ঘটার কারণ খতিয়ে দেখা হচ্ছে।   
 

Comments :0

Login to leave a comment