সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা করলো রাজ্য সরকার। গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে ছিল মামলার শুনানি। রাজ্যের পক্ষ থেকে জানানো হয় যে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য এবং রাজ্যপালের যেই সংঘাত চলছিল তা থেমেছে। আটজনের নাম নিয়ে দুই পক্ষ সহমত হয়েছে।
শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যেই তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন শাসক দল ঘনিষ্ট বলেই পরিচিত আশুতোষ ঘোষ, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আবু তালেব, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য চন্দ্রদীপা ঘোষ, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশীষ ভট্টাচার্য, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদয় বন্দ্যোপাধ্যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্ণব সেন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওম প্রকাশ মিশ্র।
উল্লেখ্য রাজ্য এবং রাজ্যপালের সংঘাতকে কেন্দ্র করে বার বার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে থমকে থেকেছে উপাচার্য নিয়োগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব সামলেছেন শান্তা দত্ত দে। বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার রক্ষা করেই তিনি তার কাজ চালিয়ে গিয়েছেন। একাধিক বিষয় নিয়ে সরকারের সাথে তার সংঘাতও হয়েছে, সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের দিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে যেই সংঘাত তৈরি হয়েছিল তা নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন মহলে। সেই সময় সরকারের থেকে চাপ থাকলেও পরীক্ষার দিন বদল করেননি শান্তা।
তৃণমূল সরকারের আমলে রাজ্যের উচ্চ-শিক্ষার হলার বেহাল। একাধিক বিশ্ববিদ্যালয় কলেজে খালি থাকছে আসন। কমছে পড়ুয়া সংখ্যা। গবেষকদের সংখ্যাও কমেছে। বন্ধ হয়েছে বিভিন্ন ফান্ড। থমকে থাকছে পরিকাঠামো গত উন্নয়ন। এই সবের মধ্যে দোসর হয়েছে শিক্ষা ক্ষেত্রে তৃণমূলের তোলাবাজি।
West Bengal University's
আট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম জানালো রাজ্য

×
Comments :0