Puja Committees

দুর্গাপুজোর বৈঠক ৩১ জুলাই, বাড়তে পারে অনুদান

রাজ্য

দুর্গাপুজো নিয়ে ৩১ জুলাই  বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। প্রতি পুজো কমিটিকে অনুদান এক লক্ষ টাকা করে দেওয়া হতে পারে। 
২০২৫ সালের দুর্গাপুজোর বাকি দু’মাস। সূত্রের খবর, ৩১ জুলাই এই বৈঠক হতে পারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। পুজো উদ্যোক্তাদের পাশাপাশি ওইদিনের আলোচনায় অংশ নেবে কলকাতা পুলিশ, কলকাতা পৌরসভা, দমকল বিভাগ, সিইএসসি, পরিবহণ বিভাগের শীর্ষ আধিকারিকরা। এবারের প্রতিটি পূজা কমিটির অনুদান গত বছরের ৮৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করার সম্ভাবনা রয়েছে। সভায়প্রতিটি পূজা কমিটি থেকে দু’জন করে সদস্যের উপস্থিতি নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
গত বছর বিদ্যুৎ বিলেও ছাড়ের ঘোষণা করে রাজ্য। সেই সঙ্গে ৮৫ হাজার টাকা করে অনুদান। ২০২৩ সালে সেই অনুদান ছিল ৭০ হাজার। গতবার রাজ্যের প্রায় ৪৩ হাজার পুজো কমিটি এই অনুদান পায়। রাজ্যের কোষাগার থেকে প্রায় ৩৬৫ কোটি টাকা খরচ করে নবান্ন। 
২০১৮ সাল থেকে রাজ্য সরকার কোষাগার থেকে পুজো অনুদান দিতে শুরু করেছিল। ১০ হাজার টাকা দিয়ে শুরু হওয়ার পর গত সাত বছরে সেই অনুদান বেড়ে ৮৫ হাজার টাকায় পৌঁছেছে। কোভিড পর্বে এই অনুদান বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছিল। তারপর থেকে ফি বছর পুজো অনুদান লাফিয়ে, লাফিয়ে বেড়েই চলেছে।
এই সরকারই কোষাগারে সঙ্কটের যুক্তি দিয়ে আটকে রেখেছে সরকারি কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতা। অর্থের কারণে পঠনপাঠনের সমস্যা জানিয়ে একাধিক জায়গায় প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরা। আশা, মিড ডে মিল, অঙ্গনওয়াড়ি কর্মীরা বারবার রাস্তায় নেমে ভাতা বাড়ানোর দাবি তুললেও তা মেলেনি। এমনকি বিভিন্ন পৌরসভায় একশো দিনের কাজে যুক্ত কর্মীদের টাকা বকেয়া রাখার অভিযোগও ওঠে। রাজনৈতিক ফয়দার জন্য ধর্মীয় উৎসবে সরকারি অনুদানে বিভিন্ন সময় বহু অংশ ক্ষোভও জানিয়েছে।

Comments :0

Login to leave a comment