নারী নিরাপত্তা রক্ষায় গত এক বছরে ডাহা ফেল করেছে ওডিশার ‘ডবল ইঞ্জিনের’ সরকার। গত কয়েক মাসের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়তে থাকা যৌন হেনস্তা, নির্যাতন ও ধর্ষণের ঘটনাই তার প্রমাণ। এর মধ্যে অধিকাংশ ঘটনাই শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। সম্প্রতি বালাসোরে বিভাগীয় প্রধানের থেকে যৌন নির্যাতনের শিকার হয়ে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা রাজ্যে বাড়তে থাকা অপরাধমূলক প্রবণতার আরও এক নিদর্শন। বিজেপি শাসিত ওডিশায় সোমবার রাতেও দলবেঁধে ধর্ষণের শিকার হল ১৮ বছরের এক কিশোরী। নির্যাতিতার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসাধীন রয়েছে ওই কিশোরী।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বিবরণে জানা গেছে, সোমবার ঘটনাটি ঘটেছে ওড়িশার জগৎসিংপুর জেলায়। মঙ্গলবার ওড়িশা পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আরও একজন অভিযুক্তের খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে তদন্ত করে জানা গেছে,
সোমবার সন্ধ্যায় এক বান্ধবীর সঙ্গে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিল নির্যাতিতা কিশোরী। সেখান থেকে একসঙ্গে ফিরছিল। সেই সময় অভিযুক্তরা নির্যাতিতার পথ আটকে দু'জনকেই একটি নির্জন এলাকায় নিয়ে যায়। কিশোরীর বান্ধবী কোনও মতে পালিয়ে যায়। বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে একটি নির্জন স্থানে যৌন নির্যাতন করে। রাতেই বাড়িতে পৌঁছয় কিশোরী। পরিবারকে ঘটনাটি জানায়। পরিবারের লোকজন তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে দলবেঁধে ধর্ষণের মামলা দায়ের করা হয়। জগৎসিংহপুরের এসপি ভবানী শঙ্কর উদ্গত বলেন, অভিযুক্তদের ধরতে পুলিশ ঊর্ধ্বতন আধিকারিকদের নিয়ে তিনটি দল গঠন করেছে এবং বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালানো হয়েছে। একটি দল মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে সফল হলেও, অন্য দলগুলি নিকটবর্তী জেলাগুলিতে অভিযান চালাচ্ছে। অভিযুক্তকে ডাক্তারি পরীক্ষার পর আদালতে হাজির করা হবে। এস পি বলেন, অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ আরও জানিয়েছে, কিশোরীর চিকিৎসা চলছে এবং তাঁর অবস্থা স্থিতিশীল।
Gangraped in Odisha
ফের দলবেঁধে ধর্ষণের অভিযোগ বিজেপি শাসিত ওডিশায়

×
Comments :0