CPI-M Activsts Arresred

দুই সিপিআই(এম) কর্মীকে গ্রেপ্তার বেঙ্গালুরুতে, প্রতিবাদ

জাতীয়

তথ্য প্রযুক্তি কর্মীদের পক্ষে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন চিত্রা ভানু এবং সুহাস আদিগা। রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে ডাকা সমাবেশের প্রচারও চালাচ্ছিলেন। বেঙ্গালুরুতে এই দুই প্রতিবাদীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিপিআই(এম)। গ্রেপ্তারির নিন্দাও করেছে পার্টি।
২১ ডিসেম্বর জনতার বিভিন্ন দাবি নিয়ে সমাবেশের ডাক দিয়েছে সিপিআই(এম) কর্নাটক রাজ্য কমিটি। 
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি সোশাল মিডিয়া পোস্টে বলেছে যে শনিবার গভীর রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় দুই প্রতিবাদীকে। কর্নাটকের কংগ্রেস সরকার জনতার প্রতিবাদের স্বর দমাতে চাইছে। ন্যায়ের পক্ষে লড়াইকে দমন করে বন্ধ করা যাবে না। বরং জনবিরোধী নীতির প্রতিবাদে লড়াইকে আরও শক্তিশালী করে।

Comments :0

Login to leave a comment