Himachal Pradesh

বৃষ্টিতে হিমাচলে মৃত ৪৫, বন্ধ একাধিক রাস্তা

জাতীয়

প্রবল বৃষ্টি এবং বন্যার জন্য হিমাচল প্রদেশের প্রায় ২৬০টি রাস্তা বন্ধ। মান্ডি জেলাতেই বন্ধ ১৭৬টি রাস্তা। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে মান্ডি সহ একাধিক জেলায় রবিবার ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। গত কয়েকদিন ধরে হিমাচলে লাগাতার বৃষ্টির ফলে বিপর্যস্ত জনজীবন। বহু মানুষ ঘর ছাড়া। জলের তলায় বহু এলাকা। বিপদসীমার ওপর দিয়ে যাচ্ছে নদীর জল। 
এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আরও ক্ষয় ক্ষতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে নদী এলাকা থেকে দুরে থাকার জন্য। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু জানিয়েছেন যে এখনও পর্যন্ত প্রায় ৭০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে ভারি বৃষ্টির কারণে রাজ্যে প্রায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। মান্ডি জেলার মৃতের সংখ্যা সব থেকে বেশি।
হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে এখনই বৃষ্টি কমার কোন সম্ভাবনা নেই।

Comments :0

Login to leave a comment