দিল্লির হুমায়ুন স্মৃতি সৌধের কাছে কাছে দেয়াল ধসে পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন জন মহিলা এবং দুজন পুরুষ।
দিল্লির নিজামউদ্দিন এলাকায় হুমায়ুন স্মৃতি সৌধের কাছে দরগা শরিফ পাত্তে শা’র ভেতরে এই দেয়ালটি ধসে পড়ে। রসের নিচে আরো সাতজন আটকে রয়েছেন বলে, দিল্লি পুলিশ জানিয়েছে।
প্রশাসন জানিয়েছে ধসের ভেতর থেকে ১১ জনকে উদ্ধার করা গেছে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Delhi Wall Collapse
দিল্লির নিজামউদ্দিনের কাছে দেওয়াল ধসে মৃত ৫, আটকে আরো ৭

×
Comments :0