অবৈধ অভিবাসনের দায়ে ৭ জনকে আটক করেছে ধানতলা থানার পুলিশ। বরাবেনিয়া নিরলাপাড়া এলাকা থেকে ধৃতেরা বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে মহিলারা রয়েছেন। রয়েছে শিশুরাও।
পুলিশের বক্তব্য, দু’বছর আগে অবৈধভাবে দালাল ধরে ভারতে ঢোকে ধৃত এই বাংলাদেশিরা। গুজরাটের আমেদাবাদে চলে যায়। সম্প্রতি ধানতলায় এসে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। পুলিশ এই বাংলাদেশিদের গ্রেপ্তার করে মামলা দায়ের করেছে। বুধবার তোলা হয়েছে আদালতে।
Bangladeshi Arrested
অবৈধ অভিবাসনের দায়ে ধানতলায় ধৃত ৭ বাংলাদেশি

×
Comments :0