ABHISHEK TEKCHAND SINGH SIGNS FOR MOHUNBAGAN

অভিষেক সিংয়ের সই মোহনবাগানে

খেলা

রক্ষণের শক্তি বাড়াতে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিলেন অভিষেক সিং। বেশ কিছুদিন আগেই তিনি কলকাতায় এসে দলের সঙ্গে জিম শুরু করে দিয়েছিলেন। বৃহস্পতিবার তার সইয়ের খবর অফিসিয়ালিভাবে প্রকাশ করা হল মোহনবাগান সুপার জায়ান্টের বিভিন্ন সমাজমাধ্যম থেকে। গত মরশুমে পাঞ্জাব এফসির হয়ে চমকপ্রদ পারফরমেন্স করেছিলেন এই ২০ বছরের মণিপুরী যুবক। ২০২২-২৩ মরশুমে পাঞ্জাব এফসিকে আইলিগের শিরোপা জেতানোর অন্যতম প্রধান কারিগর এই অভিষেক। সবুজ মেরুনে যোগ দিয়ে তিনি জানিয়েছেন যে , তার কাছে বেশ কিছু নামী দলের প্রস্তাব থাকলেও তিনি মোহনবাগানে যোগ দিয়েছেন ট্রফি জয়ের জন্যই। তিনি এও জানিয়েছেন যে, মোহনবাগানই দেশের একনম্বর ক্লাব। তাই আইএসএল ও অন্যান্য ট্রফি জয়ের স্বপ্নপূরণের উদ্দেশ্যেই সবুজ মেরুনে যোগ দিলেন অভিষেক।

Comments :0

Login to leave a comment