Gaza Journalists Killed

গাজায় পাঁচ সাংবাদিককে হত্যা ইজরায়েলের

আন্তর্জাতিক

আল জাজিরার সাংবাদিক নিহত আনাস অল শরিফ।

সংবাদ প্রতিষ্ঠান ‘আল জাজিরা’-র সব সাংবাদিককে হত্যা করা হয়েছে গাজায়। তার মধ্যে রয়েছেন জনপ্রিয় সাংবাদিক, আঠাশ বছরের, আনাস অল শরিফ। মোট পাঁচ সাংবাদিককে হত্যার অভিযোগ সোমবার উঠেছে ইজরায়েলের সেনার বিরুদ্ধে।
কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ প্রতিষ্ঠান ‘আল জাজিরা’ ইজরায়েলের সেনার কড়া নিন্দা করেছে। জানানো হয়েছে যে গাজা শহরের আল-শিফা হাসাপাতলে বাইরে তাঁবু টাঙিয়ে ছিলেন এই সাংবাদিকরা। নির্দিষ্ট হামলা হয় তাঁবুতেই।
গাজায় ইজরায়েলের সেনার আগ্রাসন গোড়া থেকে দেখিয়ে গিয়েছে ‘আল জাজিরা’। ইজরায়েল নিজের দেশে ‘আল জাজিরা’-কে নিষিদ্ধ করেছে গত বছরই। আল জাজিরার সাংবাদিকদের পরিবার পরিজনরা নিহত হয়েছেন আকাশ হামলায়। 
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একাংস জানাচ্ছে যে ইজরায়েলের সেনা সাংবাদিক হত্যার অজুহাতও দিয়েছে। বলা হয়েছে সাংবাদিকের বেশে আনাস আল শরিফ আসলে সন্ত্রাসবাদী! 
শরিফের সঙ্গে এদিন নিহত হয়েছেন সাংবাদিক মহম্মদ ক্রেইকেহ, চিত্র সাংবাদিক ইবাহিম জাহির, মহম্মদ নোফল এবং মোমিন আলিওয়া।

Comments :0

Login to leave a comment