‘অফিসে আসার আগে অবশ্যই ই-মেল দেখে নেবেন।‘
ভোর তিনটেয় এসেছে এমন এসএমএস। ই-মেল খুলে অনেকে দেখেছেন যে তাঁদের কাজে যেতে বারণ করা হয়েছে। কাজ আর নেই।
চলতি পর্বে ১৪ হাজার কর্মী ছাঁটাই করেছে তথ্য প্রযুক্তি সংস্থা অ্যামাজন। এর আগে ২০২২-এ ছাঁটাই করা হয়েছিল ২৭ হাজার কর্মীকে। ছাঁটাই কর্মীদের কেউ কেউ সোশাল মিডিয়ায় জানিয়েছেন অসময়ে এসএমএস পাওয়ার অভিজ্ঞতা।
অ্যামাজন জানিয়েছে বিশ্বে তাঁদের কর্মী ছাঁটাইয়ের সংখ্যা বাড়তে পারে। পৌঁছাতে পারে ৩০ হাজারে। ফলে ত্রাস পিছু ছাড়ছে না কাজ রয়েছে এমন কর্মীদেরও।
সোশাল মিডিয়ায় অ্যামাজনে কর্মরত বন্ধুদের সম্পর্কেও পোস্ট করছেন কেউ কেউ। একটি পোস্টে বলা হয়েছে যে তাঁর যে বন্ধু অ্যামাজনের কর্মী, অত্যন্ত মেধাবী এবং দক্ষ। কিন্তু সেই বন্ধুরও ঘুম উড়ে গিয়েছে।
এদিকে বাণিজ্যিক বিভিন্ন সংবাদ ওয়েবসাইট জানাচ্ছে যে ওয়াল স্ট্রিটের শেয়ার বাজার কর্মী ছাঁটাইয়ের উল্লাসে ফেটে পড়েছে। ১৩ শতাংশ বেড়েছে অ্যামাজনের শেয়ারের দর।
অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি আবার দাবি করেছেন যে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা অর্থসঙ্কট ছাঁটাইয়ের আসল কারণ নয়। আসল কারণ ‘কর্মসংস্কৃতি’। তাঁর বক্তব্য, সংস্থার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ‘দক্ষ কর্মীদের বিশেষভাবে চিহ্নিত করার কাজে ফাঁক থেকে গিয়েছে। ফলে বৃদ্ধির গতি ঢিমে হয়েছে।
Amazon Layoff
১৪ হাজার কর্মী ছাঁটাই অ্যামাজনের, নির্মম উল্লাস ওয়াল স্ট্রিটে
×
Comments :0