মীর আফরোজ জামান: ঢাকা
সেনাবাহিনীর এক আধিকারিকের বিরুদ্ধে রাজনৈতিক যোগের অভিযোগ উঠেছে বাংলাদেশে। আধিকারিককে গ্রেপ্তার করে তদন্ত আদালত গড়েছে সেনা।
গত ১৭ জুলাই ওই সেনা আধিকারিককে আটক করে সেনা হেপাজতে নেওয়া হয়। জানা গিয়েছে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। বিষয়টিতে বাংলাদেশের পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হচ্ছে।
সেনা বলেছে, বাহিনীত পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সাংবিধানিক দায়িত্ববোধ বজায় রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে।
Comments :0