Fire

বুধবার রাতে শহরের দুই জায়গায় আগুন

রাজ্য কলকাতা

বুধবার রাতে ইকো পার্কের কাছে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্থ একাধিক ঝুপড়ি। গতকাল রাতে হঠাৎ করে আগুন লাগে নিউটাউন সংলগ্ন ইকো পার্কের কাছে ঝুপড়িতে। মুহুর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ২০টি ইঞ্জিন দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে কুলিং ডাউন প্রক্রিয়া শুরু হয়েছে। কি ভাবে আগুন লেগেছে সেই বিষয় কিছু জানা যায়নি। তবে এই অগ্নিকান্ডকে কেন্দ্র করে রাজনীতি শুরু করেছে বিজেপি। বিজেপির দাবি ওই বস্তিতে অনুপ্রবেশকারিরা থাকতেন। তারা নিজেরাই সেই ঝুপড়ি পুড়িয়ে দিয়েছে।
অন্যদিকে, গতকাল রাতেই কাঁকুড়গাছিতেও আগুন লাগার ঘটনা ঘটে। অক্সিজেন সিলিন্ডারের কারখানায় আগুন লাগে। একের পর এক সিলিন্ডারে বিস্ফোরণ হতে থাকে। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। রাতেই দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় মানিকতলা থানার পুলিশ। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেয়নি।

Comments :0

Login to leave a comment