দাখিল করা হয়নি নির্দিষ্ট প্রমাণ। পাঁচ বছরেও শাস্তি ঘোষণা হয়নি। পাঁচ বছর জেলে বন্দি উমর খালিদ সহ দশ যুব। অথচ ফের তাঁদের জামিনের আবেদন খারিজ করেছে দিল্লি হাইকোর্ট। আদালতের এই সিদ্ধান্তকে বিচারের নামে প্রহসন আখ্যা দিল সিপিআই(এম) পলিট ব্যুরো।
২০২০-তে দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ’র মতো আইনে অভিযোগ দায়ের করে রেখেছে দিল্লি পুলিশ। তদন্তে বরবার পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। উমর খালিদ বা শারজিল ইমামরা ঠিক কিভাবে দাঙ্গায় জড়িত কোনও প্রমাণ দিতে পারেনি দিল্লি পুলিশ। হোয়াটঅ্যাপে কথেপকথন থেকে কাহিনী তৈরি করে আদালতে পেশ করে চলেছে। তা সত্ত্বেও গত পাঁচ বছরে পাঁচবার খারিজ হয়েছে জামিনের আবেদন।
পলিট ব্যুরো বলেছে, সবচেয়ে উদ্বেগের হলো চার্জ পর্যন্ত গঠিত হয়নি ধৃতদের বিরুদ্ধে।
পলিট ব্যুরো বলেছে, এই যুবরা জেলে বন্দি হয়ে রয়েছেন। অথচ কপিল মিশ্র, অনুরাগ ঠাকুরদের মতো বিজেপি নেতা, দিল্লি দাঙ্গার সময় যারা প্রকাশ্যে ভাষণ দিয়ে আগুন জ্বালিয়েছিল তারা ঘুরে বেড়াচ্ছে। বিচারবিভাগের সিদ্ধান্তে পরস্পর বিরোধিতা দেখা যাচ্ছে। উমর খালিদরা বন্দি আর মালেগাঁও বিস্ফোরণের দায় থেকে প্রজ্ঞা ঠাকুর, কর্নেল প্রসাদ পুরোহিতদের মুক্ত করা হচ্ছে।
Polit Bureau
উমরদের জামিনের আবেদন খারিজের সিদ্ধান্ত শোচনীয়, বলল পলিট ব্যুরো

×
Comments :0