গোরক্ষার নামে সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনায় বিজেপি নেতার ৫ দিনের হেপাজত মঞ্জুর করেছে দুর্গাপুর আদালত। গত বৃহস্পতিবার প্রকাশ্যে সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের ওপর আক্রমণ চালায় স্থানীয় এই বিজেপি নেতার দলবল।
রবিবার রাতে ধানবাদ থেকে পারিজাতকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার পেশ করা হয় দুর্গাপুর আদালতে। পুলিশ দশদিনের হেপাজত চাইলেও আদালত পাঁচদিনের হেপাজত দিয়েছে।
রাজ্যে তৃণমূল সরকারের শাসনে উগ্র হিন্দুত্ববাদী বিদ্বেষের ঘটনা বারবারই দেখা যাচ্ছে। এর আগে শিলিগুড়িতে এমন হামলা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন পারিজাত গ্রেপ্তার হওয়ায় আপাতত তাঁদের স্বস্তি মিলেছে। তবে পুলিশ প্রথমেই সক্রিয় হলে এই বাহিনী এতটা বাড়তে পারত না। বাঁশকোবা এলাকায় এই বাহিনী কয়েকদিন আগে সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের ওপর হুজ্জুতি চালায়। তাঁদের ওঠবোস করানো হয়। তারপর কোক ওভেন এলাকায় হামলা করে গত বৃহস্পতিবার।
দুর্গাপুরে এমন ঘটনায় ক্ষোভ রয়েছে প্রায় সব অংশে। বামপন্থীরা পুলিশ এবং এসডিও’র কাছে ডেপুটেশন দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। বামপন্থীদের দাবি, সোশাল মিডিয়াকে ব্যবহার করে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। পুলিশ এবং প্রশাসনকে সজাগ থাকতে হবে।
পুলিশ জানিয়েছে, গত কয়েকদিনে ঘটনায় জড়িত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর কারা ছিল খুঁজে দেখা হচ্ছে।
Durgapur Cow Vigilantism
গোরক্ষার নামে দুর্গাপুরে হামলায় দায়ী বিজেপি নেতার ৫ দিনের হেপাজত

×
Comments :0