Farmer Killed by BJP Leader

মধ্য প্রদেশে কৃষককে মেরে জিপের নিচে পিষে দিল বিজেপি নেতা

জাতীয়

নিহত কৃষকের স্ত্রী-মেয়ে ছেঁড়া পোশাকে হাসপাতালে। (ডানে) অভিযুক্ত বিজেপি নেতা।

জমি দখলের চেষ্টায় কৃষককে জিপের নিচে পিষে দিয়েছেন বিজেপি’র বুথ স্তরের এক নেতা। মধ্য প্রদেশের গুনা জেলায় গণেশপুরা গ্রামের ওই কৃষককে খুন করার আগে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হয়। 
অভিযোগ, ওই কৃষকের মেয়ের ওপরও হামলা চালায় বিজেপি’র গুনা কিসান মোর্চার পদাধিকারী মহেন্দ্র নাগর এবং তাঁর দলবল। কেবল মারধর নয়, তাঁকে বিবস্ত্র করা হয়।
মধ্য প্রদেশ পুলিশ জানিয়েছে যে হামলায় জড়িত ছিল অন্তত ১৫ জন। আহতের সংখ্যা ৪। আক্রান্ত ওই কৃষক রামস্বরূপ নাগর নিজের জমির কাজ দেখতে গিয়েছিলেন ঘটনার সময়। সেই সময়ে মহেন্দ্র নাগরের জিপ ধেয়ে আসে। জমি নিয়ে বিবাদ ছিল। জিপ থেকে নামে বিজেপি নেতার দলবল। লাঠি, রড, দারালো অস্ত্র দিয়ে রামস্বরূপকে আক্রমণ করা হয়। তারপর চারচাকার গাড়ি চালিয়ে দেওয়া হয় শরীর ওপর দিয়ে।
সংশ্লিষ্ট ফতেগড় থানার পুলিশ জানিয়েছে যে নিহতের মেয়ে বাধা দিতে এলে তাকেও মারধর করা হয়। শ্লীলতাহানি করা হয়। রামস্বরূপ নাগর, তাঁর স্ত্রী, সতের বছরের মেয়ে এবং আরও দুই সঙ্গী ছিলেন। তাঁরাও আহত হন। মহিলাদের জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়। তাঁরা সেই অবস্থায় গুনা জেলা হাসপাতালে পৌঁছান।

Comments :0

Login to leave a comment