Africa Capsize Death

আফ্রিকায় ডুবল জলযান, উদ্ধার ৪৯ দেহ, নিখোঁজ ১০০

আন্তর্জাতিক

দেশ ছেড়ে ইউরোপের পথে রওনা দিয়েছিলেন বিপজ্জনক জলযানে। আফ্রিকার গাম্বিয়া এবং সেনগালের নাগরিকরাই ছিলেন বেশি সংখ্যায়। সমুদ্রে উলটে গিয়েছে জলযান। শুক্রবার পর্যন্ত উদ্ধার হয়েছে ৪৯ দেহ।
মর্মান্তিক এই দুর্ঘটনা উত্তর-পশ্চিম আফ্রিকায় মউরিতানিয়ার কাছে। জলযানের আরও অন্তত ১০০ যাত্রী নিখোঁজ। অভিবাসী শ্রমিকদের এই জলযানটি ডুবে যায় একদিকে হেলে যাওয়ায়।  
এনজিও ‘ক্যামিনান্দো ফ্রন্টিরার্স’ জানিয়েছে গত বছর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে ডুবেছে বহু জলযান। আফ্রিকার ১০ হাজার ৪৫৭ নাগরিকের মৃত্যু হয়েছে। 
গাম্বিয়া ও সেনেগালের এই যাত্রীদের নিয়ে জলযান রওনা হয় এক সপ্তাহ আগে।

Comments :0

Login to leave a comment