FIFA Worldcup Qualifiers

ব্রাজিলকে হারিয়ে চমক বলিভিয়ার

খেলা

বুধবার সকালে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নেমেছিল ব্রাজিল ও বলিভিয়া। ২০১৯সালের পর ফের ঘরের মাঠে ব্রাজিলকে হারাল বলিভিয়া । একমাত্র গোল করেছেন মিগুয়েল টেরেকোরেস। এই জয়ের ফলে আগামী বছরের মার্চে প্লে অফ পর্বের ম্যাচে খেলবে বলিভিয়া। দক্ষিণ আমেরিকান গ্ৰুপ থেকে মোট ৬টি দল সুযোগ পাবে বিশ্বকাপে। ইতিমধ্যেই আর্জেন্টিনা , উরুগুয়ে , ইকুয়েডর ও কলম্বিয়া জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। শেষ দুটি দলের যোগ্যতা অর্জন ম্যাচ হবে আগামী মার্চে। মোট ৬টি দলের মধ্যে হবে এই প্লে অফ রাউন্ড। ব্রাজিল ও বলিভিয়া ছাড়াও এই পর্বে ম্যাচে খেলবে ভেনেজুয়েলা , চিলি , পেরু ও প্যারাগুয়ে। কার্লো আন্সেলোত্তির কাছে বড় পরীক্ষা  শুরু হবে মার্চে । অন্যান্যবারের তুলনায় এই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেই যথেষ্টই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে সর্বাধিক বিশ্বকাপজয়ী দেশ ব্রাজিলকে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন