Mohunbagan vs FC Goa

গোয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র মোহনবাগানের

খেলা

মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান। এফসি গোয়ার বিরুদ্ধে এই ম্যাচটি হয়েছিল কিশোরভারতী ক্রীড়াঙ্গনে ক্লোজড ডোর। গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচটি। ম্যাচে কোনো সমর্থক এবং সংবাদমাধ্যমের প্রবেশ ছিল নিষিদ্ধ। ম্যাচে মেহেতাব সিং , রবসনরা প্রথমবার খেললেন মোহনবাগান জার্সিতে । দুই ফুটবলারকেই যথেষ্টই ফিট লেগেছিল গোটা ম্যাচে। বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরী করেছিলেন রবসন রোবিনহো। ম্যাচের শেষ ১০মিনিটে ব্রাজিলিয়ান স্কিলের ঝলক দেখা গেছিল রবসনের পা থেকে।  এছাড়াও চোট সারিয়ে শুভাশীষ ও ম্যাকলারেনও ভালো পারফরম্যান্স করলেন ম্যাচে। আগামী ১৬ তারিখ তুর্কমেনিস্তানের আহল এফকে-র বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র ম্যাচে নামবে মোহনবাগান। তার পরের দিন ১৭ সেপ্টেম্বর ফতোরদা স্টেডিয়ামে এফসি গোয়া নামবে ইরাকের দল আল জাউরা এফসির বিরুদ্ধে। তাই এএফসির ম্যাচে নামার আগে চোট আঘাত যাতে না লাগে তার জন্যই দুই দলের খেলোয়াড়রাই কিছুটা সাবধানে খেললেন এই প্রস্তুতি ম্যাচে। দুই কোচ মলিনা এবং মানালো মার্কেজও দেখে নিলেন তাদের দলের শক্তি ও দুর্বলতাগুলিকে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন