CAFA NATIONS CUP 2025

নেশন্স কাপে তৃতীয় স্থানের লক্ষ্যে খালিদের ভারত

খেলা

সোমবার কাফা নেশন্স কাপের ম্যাচে নামবে ভারত । তৃতীয় স্থানের ম্যাচে ওমানের বিরুদ্ধে খেলবে খালিদের ভারত। খেলাটি হবে হিসোর স্টেডিয়ামে বিকেল ৫:৩০ টায়। গ্রুপ পর্যায়ের ম্যাচে ইরানের কাছে হারলেও তাজিকিস্তানের বিরুদ্ধে জয় এবং আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করেছিল ভারত। বর্তমানে ওমানের ফিফা র‍্যাংকিং ৭৯ এবং ভারতের ১৩৩। ওমানের বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট ১০ বার মুখোমুখি হয়েছে ভারত। যার মধ্যে ৭ বারই জিতেছে ওমান। ৩ বার ড্র হয়েছে। তাই এই ম্যাচ জিতে ওমানের বিরুদ্ধে জয়ের খাতা খুলতে মরিয়া হয়ে থাকবে ভারত। জামিল বলেছেন ' দলের জুনিয়র এবং সিনিয়র খেলোয়াড়রা যথেষ্টই দায়বদ্ধতা দেখিয়েছেন। যেভাবে তারা সমস্ত আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন তা প্রশংসনীয়। আমার কখনই মনে হয়নি যে আমরা শুধুই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছি '। সোমবারই এই প্রতিযোগিতার ফাইনালে নামবে ইরান ও উজবেকিস্তান। রাত ৮ টায় অলিম্পিক স্টেডিয়ামে হবে এই ম্যাচ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন