Chetla Murder

চেতলা থানার ওসি বদল

কলকাতা

মেয়রের ওয়ার্ডে প্রকাশ্য রাস্তায় খুন। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই চেতলা থানার ওসি বদল। কলকাতা কর্পরেশনের মেয়র ফিরাদ হাকিমের ওয়ার্ডে গলায় লোহার শাবল ঢুকিয়ে খুনের ঘটনার পর সরিয়ে দেওয়া হল চেতলা থানার ওসি সুখেন্দু মুখার্জিকে। তাঁর জায়গায় এলেন আলিপুর থানার অতিরিক্ত ওসি অমিতাভ সরখেল। 
শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ কলকাতা কর্পরেশনের মেয়র ফিরাদ হাকিমের ওয়ার্ডে প্রকাশ্যে এক ব্যক্তিকে গলায় শাবল ঢুকিয়ে খুন করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম অশোক পাসওয়ান(৪২)। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। রবিবার ঘটনাস্থলে পোঁছান পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং মেয়র ফিরহাদ হাকিম। নৃশংস ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লশি চলছে। যে শাবল দিয়ে খুন করা হয়েছে সেটিকে উদ্ধার করা হয়েছে। মেয়র ফিরাদ হাকিমের ওয়ার্ডে এই নৃশংস ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় খুনের ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই চেতলা থানার ওসি বদলের ঘটনায় শুরু হয়েছে জল্পনা। ঘটনা প্রসঙ্গে মেয়র বলেন, ‘‘ঘটনাটি খুবই দুঃখজনক। নিজেদের মধ্যেে গন্ডগোলের কারণেই  এই ঘটনা। যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে জানিয়েছি।’’
এদিন ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হয়েছে। অভিযুক্তদের ৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

 

Comments :0

Login to leave a comment