কলকাতা কর্পরেশনের মেয়র ফিরাদ হাকিমের ওয়ার্ডে গলায় লোহার শাবল ঢুকিয়ে খুনের অভিযোগ। ঘটনা শনিবার রাত। অভিযোগ প্রকাশ্যে এক ব্যক্তিকে গলায় শাবল ঢুকিয়ে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম অশোক পাসওয়ান(৪২)। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতার মেয়রের ৮২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চেতলার ১৭এ/১৭বি বাসস্ট্যান্ডের সামনে। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে, রাতে ওই এলাকার ফুটপাতে বসেছিল মদের আসর। সেখানেই অশোক পাসওয়ানের সঙ্গে একজনের বচসা বাঁধে। অভিযোগ, বচসার মধ্যেই অশোকের গলায় শাবল ঢুকিয়ে দেয় অভিযুক্ত। ওই অবস্থায় রক্তাক্ত অশোক পালানোর চেষ্টা করেও পালাতে পারেননি। মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
প্রত্যক্ষদর্শী এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘ যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখান থেকে মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে। তবুও সেখানে নেই কোনও সিসিটিভি ক্যামেরা নেই। নেই পর্যাপ্ত আলোর ব্যাবস্থা। সেই করণেই সন্ধ্যের পর ওই স্থানীয় এবং বহিরাগত দুষ্কৃতীদের আনাগোনা বাড়ে। চলে মদ ও গাজার আসর। ওই রাতে আক্রান্ত সহ কয়েকজন মদ্যপান করছিল। কথা কাটাকাটি থকে শুরু হয় সচসা। তারপর লোহার শাবল ঘাড়ের পাশ থেকে ঢুকিয়ে দেয়।’’
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থেকেই প্রায়ই বসে মদ গাজার আসর। আগও গোলমাল হয়েছে। একাধিকবার পুলিশকে অভিযোগ জানিয়েও ব্যবস্থা নেওয়া হয়নি। নৃশংস এই ঘটনার পর প্রশ্ন উঠছে এলাকার মানুষের নিরাপত্তা নিয়ে। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Brutally Killed Kolkata
মেয়রের ওয়ার্ডে যুবকের গলায় শাবল ঢুকিয়ে খুনের অভিযোগ
×
Comments :0