কেন্দ্রীয় সরকারের এক শুল্ক দপ্তরের আধিকারিক ফ্ল্যাটে ঢুকে মারধরের অটো চালকে বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরের মেগাসিটি এলাকায়। হামলার ঘটনায় পুলিশ মোট চারজনকে গ্রেফতার করেছে। কিন্তু প্রত্যেকেরই জামিন মঞ্জুর করেছে বারুইপুর আদালত।
শুক্রবার রাতে অফিস থেকে বাড়ি ফেরার সময় সোনারপুর মেগাসিটি এলাকার বাসিন্দা প্রদীপ কুমারের সঙ্গে স্থানীয় অটোচালকের বিবাদ হয়। তাঁর গাড়িতে সঙ্গে ওই অটোর ধাক্কা লাগে বলে অভিযোগ। ঘটনার পর রাতের বেলা ওই অটোচালক ৪০-৫০ জনকে নিয়ে প্রদীপ কুমারের বাড়িতে হামলা চালায়। আক্রমণ করা হয় প্রদীপের স্ত্রীকেও। বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে হামলাকারীরা। ওই ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেলাইও পড়েছে মাথায়।
ঘটনার কথা পুলিশকে জানিও অনেক দেরিতে সাহায্য মিলেছে বলে অভিযোগ করেছেন প্রদীপ। তার অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করা হলেও সঠিক প্রমাণ ও জামিনযোগ্য ধারায় মামলা দেওয়ার কারণে বারুইপুর আদালত প্রত্যেকেরই জামিন মঞ্জুর করেছে।
Comments :0