পিজি হাসপাতালের (এসএসকেএম) মধ্যেই এক নাবালিকার শ্লীলতাহানি। গতকাল বুধবার দুপুরে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে এক নাবালিকা যৌন হেনস্থার শিকার হন। অভিযোগ উঠেছে গ্রুপ–ডি কর্মী অমিত মল্লিকের বিরুদ্ধে। সে পূর্বে শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে কাজ করলেও বর্তমানে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত।
রাতে ভবানীপুর থানা অপরাধীকে গ্রেপ্তার করেছে, আজ ৩টেয় আলিপুর কোর্টে তোলা হবে।
নাবালিকার পরিবারের দাবি ভবানীপুর থানা অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, কিন্তু চেষ্টা হচ্ছে ঘটনাটি হাসপাতালের বাইরে ঘটেছে বলে সাজানোর।
পুলিশ সূত্রে খবর অভিযুক্তের এসএসকেএম হাসপাতালে যাতাযাত ছিল আগে থেকেই। নাবালিকার পরিবারের লোকজন যখন হাসপাতালের বিভিন্ন কাজে ব্যাস্ত ছিল সেই সময় এই ঘটনা ঘটে। প্রথমে এসএসকেএম-এর পুলিশ আউট পোস্টে অভিযোগ জানায় নাবালিকার পরিবার। তারপর ভবানীপুর থানায় দায়ের করা হয় অভিযোগ।
SSKM
এসএসকেএম হাসপাতালে নাবালিকার শ্লীলতাহানি

×
Comments :0