Delhi Acid Attack

দিল্লিতে কলেজের সামনেই অ্যাসিড হামলা ছাত্রীকে

জাতীয়

দিল্লির লক্ষ্মীবাই কলেজের সামনে অ্যাসিড হামলার শিকার হলেন এক ছাত্রী। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই কলেজেরই পড়ুয়া আক্রান্ত ছাত্রী। 
পুলিশ জানিয়েছে অভিযুক্ত জিতেন্দর কুমার আরও দু’জনকে নিয়ে ছাত্রীকে উত্যক্ত করত। এরাই ছাত্রীর গায়ে অ্যাসিড ছুঁড়েছে। পুলিশ জানিয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ছাত্রী। তবে আঘাত গুরুতর নয়। তবে অভিযুক্তদের কাউকে ধরার খবর দিতে পারেনি পুলিশ। 
রবিবার সকালে দীপ চাঁদ বন্ধু হাসপাতাল থেকে পুলিশের কাছে ওই আহত ছাত্রকে ভর্তি করার খবর যায়। এদিন বিশেষ ক্লাসের জন্য কলেজে যাচ্ছিলেন ছাত্রী। সে সময়ে মোটর সাইকেলে তাঁর পিছু নেয় জিতেন্দর, আরমান এবং ঈশান। অ্যাসিড ছুঁড়লে ছাত্রী মুখ বাঁচিয়ে নেন কোনোমতে। ছাত্রী পুলিশকে জানিয়েছেন যে এক মাস আগে এই জিতেন্দরের সঙ্গে তাঁর বিবাদ হয়েছিল। আগেও উত্যক্ত করত। তাঁরা দু’জনেই একই এলাকার বাসিন্দা।

Comments :0

Login to leave a comment